• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুলাই ২০২৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজ আল আসাদ, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মো: বুলু শেখ, পরিদর্শক মিলন মুখাজীর্ প্রমূখ।
বক্তারা মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে দুরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহনের জন্য সচেতন মহলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল—কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads